Sunday, 23 September 2012

bangla dirty jokes 3


এক লোক গেল সিনেমা দেখতে। সেই সিনেমায় যৌন উত্তেজক দৃশ্যের ছড়াছড়ি। আশপাশ তাকিয়ে হঠাৎ সে দেখলো এক মহিলা তার পাজামার বাঁধন একটু আলগা করে ভিতরে মুহুর্মুহু হস্তচালনা করছেন। দেখে সুযোগসন্ধানী লোকটা নিজের আসন ছেড়ে ঠিক সে মহিলার পাশে গিয়ে বসলো। তারপর মহিলাকে বললো, “ম্যাডাম, আপনি যা করছেন সে ব্যাপারে আমি কি আপনাকে সাহায্য করতে পারি?”

মহিলাটা লোকটার দিকে বোকার মত তাকিয়ে বললো, “জ্বী পারেন।”

এত সহজে সুযোগ পেয়ে লোকটা তৎক্ষণাৎ কাজে লেগে পড়লো। বহুক্ষণ পর কর্মসিদ্ধ লোকটা যখন দেখলো যে ক্রমসঞ্চালনে তার হাত ব্যথা-ব্যথা হয়ে উঠেছে তখন সে আপনাতেই সেটা সরিয়ে নিল। হাত সরানোর পর সে দেখলো মহিলা তার সেজায়গায় এবার দুহাত ঢুকিয়েই দ্বিগুণ কম্পনাঙ্কে ঝাঁকাচ্ছে।

“কী হলো, এতক্ষণ ধরে মজা দিলাম তবুও কী আপনার খায়েশ মেটেনি?” বললো লোকটা।

মহিলা বললো, “কিন্তু দাদগুলোয় (eczema) তো এখনো চুলকোচ্ছে।”

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...