Sunday, 23 September 2012

bangla adult jokes 12


আরাম খান কসমেটিকসের দোকানে এসে দোকানদারকে বললেন, “আমাকে একটা লতা হারবালের ডিওডোরেন্ট দিন তো।”

“কি ধরণের” জিজ্ঞেস করলো দোকানদার। “বগলের ডিওডোরেন্ট নাকি মুখের গন্ধনাশক ডিওডোরেন্ট।”

আরাম খান সপাটে বললেন, “ধুর ওসব না। পাছার ডিওডোরেন্ট।”

দোকানি ভ্যাবচেকা খেলো। “অ্যাঁ, এইসব কি বলেন। এই ধরণের ডিওডোরেন্ট আবার হয় নাকি?”

“আরে কি দোকানদারি করেন এখনো ডিওডোরেন্টের রকম সকম জানেন না।” রেগে বললেন আরাম খান। “গত দু বছর যাবৎ আমি এই ধরণের ডিওডোরেন্ট ব্যবহার করে আসছি, আর আপনি এসে বলছেন এইগুলার অস্তিত্বই নেই। যত্তোসব।”

দোকানি আকাশ থেকে পড়লো যেন। “ঠিকাছে মানছি” বললো সে। “আপনি কি আপনার পুরোনো ব্যবহার্য একটা নমুনা এনে দেখাতে পারবেন? তাহলে হয়তো আমি নিজের ভুলটা বুঝতে পারবো।”

“ঠিকাছে।” বলে আরাম খান বেরিয়ে গেলেন।

পরের দিন একটা খালি ডিওডোরেন্ট স্টিক হাতে করে আবার সেই দোকানে এলেন তিনি।
দোকানি সেটা দেখে বললো, “আরে এটাতো একটা নর্মাল ডিওডোরেন্ট।”

“কী যা তা বলছেন।” বললেন আরাম খান। “ভালো করে পড়ে দেখুন, ‘ব্যবহারবিধি’ তে কি লেখা আছে।” তারপর জিনিসটার গায়ে ‘ব্যবহারবিধি’ অংশটা নির্দেশ করে বললেন, “লেখা আছে, ‘এই গন্ধনাশকটি ব্যবহার করিতে হইলে পিছন দিকে ধরুন, তারপর আলতো করিয়া চাপ দিন।’

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...